পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্কে

পাঁচবিবিতে বিদ্যালয় ভবনে ফাটল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়মানিকা উচ্চবিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে এবং প্লাস্টার খসে রড বের হয়ে পড়েছে। এ ভবনে ক্লাস করা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষসহ শিক্ষার্থীরা। এলাকাবাসীর সহযোগিতায় ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক চেষ্টায় ১৯৯৫ সালে একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ পাওয়া যায়। ৭ লাখ ৭৯ হাজার ৩০২ টাকা ৩৮ পয়সা ব্যয়ে ৩ কক্ষবিশিষ্ট উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বড়মানিকা উচ্চবিদ্যালয় নির্মাণ করা হয়। প্রধান শিক্ষক আয়নুল ইসলাম জানান, পরীক্ষায় ভালো ফলের জন্য শিক্ষার্থীর ভর্তির চাপ থাকে বেশি। কিন্তু কক্ষ সংকটের কারণে সীমিত সংখ্যক ভর্তি করতে হয়। কক্ষের অভাবে সুষ্ঠুু পাঠদানও বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভবনের অনেক কক্ষে ছোট-বড় ফাটল, ছাদের প্লাস্টার খসে রড বের হয়েছে এবং বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। ভবনের ফাটল দেখা দেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ইমন, এরশাদ, হেনা, উজ্জল জানান, ছাদের রড ও প্লাস্টার খুলে যাওয়া ভবনে আমরা ক্লাস করব না।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আবু রায়হান মনু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist