রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২৪

ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে মানববন্ধন

ইউনিয়ন পরিষদ বাতিল ঠেকাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের ৯৬ জন ইউপি সদস্যদের এক মানববন্ধন কর্মসূচি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে এই মানববন্ধন করেন। 

অন্তবর্তী সরকার গঠন হওয়ার পর সারাদেশে পৌর সিটি করপোরেশনের মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাতিল করা হয়েছে। এ সময় তাদের পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন, নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল, পেয়ারা খাতুন, আনসারা বেগম, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে। 

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close