নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২৪

নান্দাইলে পাঠ্যবই বিক্রির দায়ে সেই শিক্ষকদ্বয় বরখাস্ত

ময়মনসিংহের নান্দাইলে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ ও দশম শ্রেণির ৫ হাজার পাঠ্যবই কেজি দরে বিক্রি করার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার নির্দেশে বিদ্যালয় পরিচালনা কমিটি তাদের সাময়িক বরখাস্থ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার আনোয়রুল হোসেন খান চৌধুরী উচ্চবিদ্যালয় গত বছরের ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুনব্বী উপলক্ষে সরকারি ছুটি ছিল। এই সুযোগে প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিন পাঠ্যবই বিক্রি করেন। পরে বিদ্যালয় থেকে বইগুলো নিয়ে দুটি পিকআপ ভ্যান বের হলে এলাকার এক আনসার সদস্য তা আটক করে। পরে জানা যায়, পিকআপ দুটিতে বিপুল পরিমাণ বই যা বিক্রি করেছেন প্রধান শিক্ষক। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল এসে সত্যতা পেয়ে বইগুলো জব্দ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখারুল ইসলামকে প্রধান করে কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান ও সহকারী প্রোগ্রামার রাকিবুল হাসানকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন ইউএনও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close