reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

গণশুনানী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ভূমি সেবা সহজ করতে সেবাপ্রত্যাশীদের নিয়ে গণশুনানী করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আয়োজনে এ গণশুনানী হয়। এ সময় ৩৩টি নামজারির গণশুনানী করা হয়। গণশুনানীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, সদর সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন ও ফতুল্লা সার্কেলের মো. সাজ্জাদ হোসেন ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের তানজিমা আঞ্জুম সোহানিয়াসহ অন্য কর্মকর্তারা।

পুরস্কার বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে ৩ দিনব্যাপি ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতার ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম। অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ অন্যরা।

সদস্য সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ২৭তম বার্ষিক সদস্য সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ সভা হয়। সভায় পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের এমপি বিদ্যুৎ খনিজ ও জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইমদাদুল ইসলাম।

কৃষি ঋণ মেলা

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে কৃষি ঋণ মেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা হয়। উপজেলা কৃষি ঋণ কমিটি এ মেলার আয়োজন করেন। মেলায় উপজেলা শাখার কৃষিব্যাংকসহ অন্য ১২টি ব্যাংক স্টল নিয়ে সেখানে কৃষকদের মধ্যে ঋণ দিয়েছেন। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।

পরামর্শ সভা

রৌমারী প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে চরাঞ্চলের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগাতে নারী ও শিশু নির্যাতন রোধে এ্যাডভোকেসী সভা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখের বাতি চরাঞ্চলে বেসরকারি সাহায্য সংস্থা ফ্রেন্ডশিপ রৌমারী অঞ্চলের ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টর কর্তৃক এ সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী থানার ওসি আব্দুল¬াহ হিল জামান, ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশীপ সেক্টরের সহকারি প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব ও একই সেক্টরের প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যরা।

পিঠা উৎসব

গুরুদাসপুর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের বর্ণিল আয়োজনে পিঠা উৎসব হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজমাঠে ফিতা কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের সাবেক দুই ভিপি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close