মঞ্জুরুল হক, জামালপুর

  ২৬ জানুয়ারি, ২০২৪

জামালপুর

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বাজার তদারকি চান ভোক্তা

সারা দেশের মতো জামালপুরেও বছরের শুরু থেকে বাজারে জিনিসপত্রের দাম চড়া। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। কখনো চাল, ডাল ও তেলের দাম বৃদ্ধি। কখনো মাংস বা সবজির দাম। লাগাতার নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের। বাজার ব্যবস্থার ওপর সরকারের ‘নিয়ন্ত্রণ’ নেই উল্লেখ করে প্রতিনিয়ত পণ্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করছেন সাধারণ মানুষ।

রিকশাচালক মজনু মিয়া বলেন, ‘অল্প কামাই দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাইতে হয়। বাজারের দাম বাড়ার কারণে রিকশা ভাড়া বাড়ালে যাত্রী চিল্লায়, আমরা যামু কই?’

এদিকে, মজনু মিয়ার মতো এমন মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ। বর্তমানে জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তদের। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষকে তিন বেলা পেটপুরে খেতে রীতিমতো খাবি খেতে হচ্ছে।

অন্যদিকে, মধ্যবিত্তদের আয়ের সঙ্গে ভারসাম্য রাখতে গিয়ে কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকা। এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাদের মতে, ব্যয় এতই বেড়েছে যে জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের ‘নিয়ন্ত্রণ’ নেই বলেও অভিযোগ করেন তারা।

ব্যবসায়ীরা জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বন্যা ও অতি বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া অনেক সময় সরবরাহেও সমস্যা থাকায় সবজির দামও বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

জানতে চাইলে একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে জুতার দোকানের ম্যানেজার আবদুস সালাম বলেন, ‘শুক্রবার আসলে আমার মাথা গরম হয়ে যায়। সবজি বলেন আর চাল বলেন কোনটার দাম কম? অল্প আয়ে বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’

জামালপুর স্টেশন বাজার এলাকার ব্যবসায়ী সমিতির নেতা হাসমত আলী বলেন, ‘বাজার ব্যবস্থা সঠিকভাবে চললে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় না। যেমন চালের ক্ষেত্রে বাজার ব্যবস্থা সঠিকভাবে কাজ করেনি বলে দাম বেড়েছে। এখন পর্যন্ত চিকন চালের দাম বেশি, মোটায় সামান্য কমেছে। ’

হাসমত আলী আরো বলেন, ‘ব্যবসায়ীরা আবহাওয়ার ওপর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়টি চাপিয়ে দেয়। কিন্তু সব পণ্যের দাম আবহাওয়ার ওপর নির্ভর করে না। যেমন- চাল, ডাল, তেল, আটা ও মাংস ইত্যাদি। এগুলোতে সরকারের তদারকি থাকে না বলেই দাম বাড়ে।’

জানা গেছে, গত ৩০ দিনের টিসিবির মূল্য তালিকা পর্যেবক্ষণ করে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যে দাম ১০ থেকে ১৫ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে চিকন চালের দাম ছিল ৬০ টাকা কেজি এ সপ্তাহে ১০ টাকা কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা, মোটা চাল ৫০ থেকে ৫৮ টাকা, গোল আলু ৫০ টাকা থেকে ৬০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close