বরগুনা প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৩

দেয়াল ভেঙে ফেলায় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন

বরগুনায় বাড়ির সীমানা দেয়াল ভেঙ্গে প্রতিপক্ষকে দখল দেয়ার প্রতিবাদে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি ।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম ফয়সাল আল নূর। তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আছেন।

ভুক্তভোগী নির্মল রায় অভিযোগ করে বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর আমার বাড়িতে ঢুকে গেট ও দেয়াল ভাঙচুর করে।

তিনি আরো বলেন এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল-নুর মোবাইল কোর্টের মাধ্যমে আমার স্ত্রী সীমা রায় সহ আরো দুই নারীকে ধরে নিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়সাল আল নূর মুঠোফোনে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জনসাধারণের স্বার্থে ওখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং আইনগত ভাবেই বিচার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close