কক্সবাজার প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২৩

পর্যটককে ছুরিকাঘাত

কক্সবাজারে পাঁচ যুবক গ্রেপ্তার

কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ১৬ মার্চ ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। এর মধ্যে শুভ দে ও মো. আতিক হাসান ১৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু টাকা ছিনিয়ে নেয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বলেন, শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close