মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২২

মৎস্য আইনের মামলায় চেয়ারম্যান কারাগারে

মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী মো. গোলাম মোস্তফার নামে হওয়ায় মৎস্য সংরক্ষণ আইনের মামলায় তাকে কারাগারে পঠিয়েছেন আদালত। রবিবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে সহযোগীসহ আদালতে আত্নসমর্পন করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মো. গোলাম মোস্তফার আইনজীবী অ্যাড. মাসুদ আলম এ বিষয়ে জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা ৫ মামলায় হাইকোর্টের আগাম জামিনের প্রেক্ষিতে রবিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত গোলাম মোস্তফার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মো. গোলাম মোস্তফার মালিকানাধীন পঞ্চসারের গোসাইবাগের জিএম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গার সওবান ফ্যাক্টরিতে পৃথক অভিযানে ২ কোটি ৫১ লাখ মিটার ও ১ কোটি ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় নৌ-পুলিশ সদর থানায় ৪টি মামলা করেন। অপর একটি করেন কোস্টগার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close