সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ আগস্ট, ২০২২

ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা

সিরাজগঞ্জে পচা কাঁচামরিচের সঙ্গে কাপড়ে দেওয়ার রং মিশিয়ে গুঁড়ামরিচ তৈরি ও বিক্রির অভিযোগে খান মসলা কারখানা নামের একটি প্রতিষ্ঠান সিলগালা এবং মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোপ গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেন ও জরিমানা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে খান মশলা কারখানায় অভিযান চালানো হয়। এ সময় পচে যাওয়া কাঁচামরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মসলা তৈরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ পচে যাওয়া কাঁচামরিচ ও কাপড়ে ব্যবহার করা বিষাক্ত রং জব্দ করা হয়। এরপর কারখানাটি সিলগালা ও মালিক রাশিদুল ইসলাম খানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close