বরগুনা প্রতিনিধি

  ২৮ জুন, ২০২২

বরগুনায় ওয়াস সমিতির ব্যবসায়ীদের সমন্বয় সভা

হোপ ফর দি পুওরেস্ট (এইচপি) এর উদ্যোগে (২৬-জুন ) জেলা সদর রোড জাগনারী হল রুমে বরগুনা ওয়াস সমবায় সমিতির ও ওয়াসসরঞ্জাম সরবরাহ কারীদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনআশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. হূমায়ন কবির, বরগুনা পৌরসভার সমাজ উ্ন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান অভি।এ সময় সভায় উপস্থিত ছিলেন ওয়াস পণ্য সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীদের মধ্যে শফিকুল ইসলাম, আল আমিন, মো. নুরুল ইসলাম, মেহেদী হাসান, শহীদ শিকদার, আরিফুর রহমান, দ্বীন ইসলাম, এইচপির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. নান্নু মিয়া ও সাবিনা ইয়াসমীন এবংউদ্যোক্তাদের মধ্যে মুক্তা, শিউলী, সুমি, শাহিদা, হারিবুল্লাহ, রাসেল, লাভলী প্রমূখ। সভাটি পরিচালনা করেন এইচপির ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান। সমন্বয় সভায় আশা ও এইচপি এবং ওয়াস এসডিজি প্রজেক্ট,ওয়াস সমবায় সমিতি সম্পর্কে ধারনা, ওয়াস পণ্য সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা কি কি ধরনের সরঞ্জাম সরবরাহ করে। সাশ্রয়ী মূল্যে উদ্যোক্তাদের গুণগতমানের যন্ত্রাংশ সরবরাহ করা।ওয়াস পণ্য সরঞ্জাম সরবরাহকারীরা উদ্যোক্তাদের কীভাবে সহযোগিতা করতে পারে ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা করা হয।

উল্লেখ্য এইচ পি আশা নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে বরগুনা পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যা ওয়াসউদ্যোক্তাদের ব্যবসায়িক পরিধির সফলতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশ সরকারের স্থায়ীত¦শীল উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ অর্জনে অবদান রাখবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close