রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে মাদারীপুরের টেকেরহাট বন্দরে কুমার নদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নৌকা বাইচকে ঘিরে দুইপাড়ের বাসিন্দারা মেতে ওঠে উৎসবে। বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে।

প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৬০টি নৌকা অংশ গ্রহণ করে। এ সময় বাইচ দেখতে নদের দুপাড়ে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে টেকেরহাট বন্দর এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শুক্রবার বিকালে শুরু হয়ে নৌকাবাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। উৎসবমুখর এ প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার দলপতির হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম ফুয়াদ, ইউএনও মো. আনিসুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close