ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৯

স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া শহরের খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ সহকারী শিক্ষক নওশিন আহম্মেদ দিয়ার (২৯) মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের কঠোর শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওশিন আহমেদের স্কুল ক্রিসেন্ট কিন্ডারগার্টেন ও তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিহত দিয়ার বাবা ও মামলার বাদী শিহাব উদ্দিন গেন্দু, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম তৈমুর, ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মরিয়ম আক্তার, স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি অধ্যক্ষ অ্যাড. হাবিব উল্লাহ, কার্যকরী সদস্য অ্যাড. সৈয়দ তানবীর হোসেন কাউসার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close