কুড়িগ্রাম প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৯

কুড়িগ্রামে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা শাসনে মেগা প্রকল্প

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কুড়িগ্রাম যাতে বন্যা কবলিত না হয় সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি। ইতিমধ্যে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে আরও নতুন প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্পগুলো শেষ হলে কুড়িগ্রামকে বন্যা এবং নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে সক্ষম হবো। তিস্তা নদীকে শাসন করতে প্রতিবেশি দেশের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে দুই প্রতিবেশি দেশই যাতে তিস্তার পানি সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্য দু’দেশের টেকনিক্যাল কমিটি কাজ করছে। গতকাল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বাংটুর ঘাট, রাজারহাট উপজেলার কালোয়ারচর, উলিপুর উপজেলার নাগড়াকুড়ি টি বাঁধ ও চিলমারী উপজেলার রমনাঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিস্তার ভাঙন রোধে মেগা প্রকল্প সম্পর্কে তিনি আরো বলেন, টেকনিক্যাল কমিটি নদীর গতিবিধি পর্যবেক্ষন করছে, সমীক্ষা চলছে। সমীক্ষা শেষ হলে পরে আমরা এর কাজ শুরু করবো। এতো বড় প্রকল্প আমরা হেনতেন ভাবে কাজ শুরু করতে পারবো না। আশা করছি আগামী দুই তিন বছরের মধ্যে নদী ভাঙন কমে আসবে। এলাকাবাসী যাতে বন্যায় প্লাবিত না হয়, ক্ষয়ক্ষতি না হয় সে লক্ষেই এ সরকার কাজ করছে। এসময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রংপুর ডিভিশনের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ, তত্বাবধায় প্রকৌশলী হারুন-অর-রশিদ, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close