প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জুলাই, ২০১৯

৫ উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দেশের পাঁচ উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানে খবর :

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুরে নবাগত জেলা প্রশাসক আসিব আহসানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে ইউএনও মো. মামুন ভুইঞার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত, আ.লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, শামীমা আখতার জেসমিন, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদার রহমান, সাবেক কমান্ডার আইয়ুব আলী, কৃষি অফিসার আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আহসান হাবীব প্রমুখ।

উল্লাপাড়া-শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল সোমবার দুপুরে নবাগত জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে উপজেলা প্রশাসন। উল্লাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রমুখ।

এদিকে শাহজাদপুর প্রতিনিধি জানান, একই দিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। শাহজাদপুর ইউএনও নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুস ছাত্তার, সাবেক অধ্যক্ষ এ, এম, আব্দুল আজীজ, পৌর মেয়র নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক শাহিদা সুলতানার সঙ্গে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আ.লীগের সম্পাদক এস এম হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালের হাওলাদার, লক্ষ্মী সরকার প্রমুখ।

সুজানগর (পাবনা) : পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদের সঙ্গে সুজানগর উপজেলার প্রশাসনের মতবিনিময় সভা গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আব্দুল ওহাব, এএসপি (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close