নাটোর প্রতিনিধি

  ১৪ জুন, ২০১৯

গুরুদাসপুরে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে খুন

নাটোরের গুরুদাসপুরের স্বামী পরিত্যক্তা সফুরা খাতুন হত্যা মামলার সাক্ষী জালাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে উপজেলার যোগিন্দ্রনগর বাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার যোগিন্দ্রনগর গ্রামের আমজাদ হোসেন ওরফে আনন্দের ছেলে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, ২০১৩ সালের ১৩ মে উপজেলার যোগিন্দ্রনগর গ্রামের স্বামী পরিত্যক্তা সফুরা খাতুন নামে এক নারীকে নির্যাতনের পর হত্যা করে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনার মামলায় জালাল উদ্দিনকে প্রধান সাক্ষী করা হয়।

বৃহস্পতিবার সকালে জালাল সেই মামলায় সাক্ষী দিতে আদালতে যাওয়ার পথে যোগিন্দ্রনগর বাজারের কাছে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ সময় তার একটি হাত কেটে নেয় এবং অন্য হাতসহ পা কেটে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জালাল মারা যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close