পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ২৭ মে, ২০১৯

বড়পুকুরিয়ায় ৬ দাবিতে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

দিনাজপুরের বড়পুকুরিয়ায় ছয় দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির আয়োজনে পাতরাপাড়া গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়লা খনি এলাকার বাশপুকুর বৈদ্যনাথপুর ও চৌহাটি গ্রামের ক্ষতিগ্রস্তরা অংশ নেয়। ছয় দাবির মধ্যে রয়েছে বাশপুকুর বৈদ্যনাথপুর ও চৌহাটির গ্রামের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সঙ্গে দুর্ব্যহারকারী খনি কর্মকর্তার অপসারণ, ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ রাখা, দেবে যাওয়া বড়পুকুরিয়া বাজার সংলগ্ন রাস্তাটি চলাচলের উপযোগী করা, কয়লা খনির ম্যানেজার মো. মোশারফ হোসেনের অপসারণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ছেলেমেয়েদের কয়লা খনিতে যোগ্যতাভিত্তিক চাকরি প্রদান।

বিষয়টি নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলু রহমান জানান, বিগত সময় ক্ষতিগ্রস্তদের ১৪২ একর জমি অধিগ্রহণ করে প্রায় ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। চলমান অবস্থায় প্রতি বছর ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। এবারও ৩০ একর ক্ষতিগ্রস্ত সম্পত্তি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জীবন ও সম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সহসভাপতি খাদিমুল ইসলাম সম্পাদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সুলতান মাহমুদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close