বগুড়া প্রতিনিধি

  ২৬ মে, ২০১৯

বগুড়ায় অর্থ আত্মসাৎ

দুদকের মামলায় ঠিকাদার জেলে

ব্যাংকের ৩১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন মাকছুদুল আলম খোকন নামের এক ঠিকাদার। জালিয়াতি করে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) বগুড়া শাখার টাকা আত্মসাতের মামলায় তিনি চার্যশিটভুক্ত আসামী।

গত শুক্রবার রাতে শহরের নামাযগড় এলাকায় প্রত্যাশা হাউজিংয়ের বাসা থেকে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত খোকন শহরের বাদুরতলা এলাকার মৃত শাহ আলমের ছেলে এবং মাশফা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, ঠিকাদার ও জেলা যুবলীগের সাবেক নেতা।

জানা গেছে, ২০১১ সালের ৩০ নভেম্বর স্যোশাল ইসলামি ব্যাংক বগুড়া শাখার তৎকালীন ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামীরা পরস্পর যোগসাজসে প্রতারণা ও জালিয়াতি করে ভুয়া হিসাব সৃষ্টি করে ব্যাংকের টাকা আত্মসাত করেছে। মামলার তদন্ত শেষে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার তৎকালীন উপ-পরিচালক গ্রেফতারকৃত খোকন সহ ৯ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৯ আগস্ট চার্যশিট দাখিল করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close