সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

ঢাকা-মাওয়া মহাসড়কের লক্ষ্মীবিলাশ

বাসে শিক্ষার্থী ও যাত্রী তোলার দাবিতে অবরোধ

বাসে শিক্ষার্থী ও যাত্রী উঠানোর দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কের লক্ষ্মীবিলাস নামক স্থানে সড়ক অবরোধ করেছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শতাধিক নারী-পুরুষ। গতকাল মঙ্গলবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, এই মহাসড়কে চলাচলকারী প্রতিটি বাসে কমপক্ষে পাঁচজন যাত্রী নিতে হবে এবং শিক্ষার্থীদের সিটে বসাতে হবে। পরে বাস চলকরা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রতি দিলে রাস্তা ছেড়ে দেওয়া হয়। এর কয়েক ঘণ্টাপর যান চলাচল সাভাবিক হয়। কেয়াইন ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক খালেদা বেগম লিজা জানান, লক্ষ্মীবিলাস গ্রামে প্রায় সাত হাজার লোকের বসবাস। যাতায়াতের প্রধান মাধ্যম ঢাকা-মাওয়া মহাসড়ক। হাইওয়েতে তিন চাকার গাড়ি চলতে না দেওয়ায় এলাকাবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম বাস। কিন্তু লক্ষিবিলাস মোড় থেকে কোন বাস কোন যাত্রী তুলেনা। এতে শ্রমজীবি, শিক্ষার্থীসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close