শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

‘জিডি ও মামলায় টাকা নিলে পুলিশকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’

‘জিডি ও মামলা নেওয়ার ক্ষেত্রে যদি কোন পুলিশ সদস্য টাকা নেয় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘দুর্নীতি-মাদকমুক্ত সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাবেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএসপি মো. শাহিদুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সিরাজুল হক, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গোসিংগা ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। উম্মুক্ত এই সভায় রাজনৈতিক নেতা, সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ তাদের মতামত তুলে ধরেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close