ফরিদপুর প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

চরভদ্রাসনে বাল্যবিয়ে আয়োজনের দায়ে জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্য বিয়ে আয়োজনের দায়ে ছেলে ও মেয়ের উভয় পক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও জেসমিন সুলতানা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কেএম ডাঙ্গী গ্রামে ১৪ বছরের এক কিশোরীর সাথে ১৬ বছরের এক কিশোরের বাল্য বিয়ের আয়োজনের খবর পায় উপজেলা প্রশাসন। পরে বিকেল ৫টার দিকে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। এ সময় ছেলে ও মেয়ের উভয় পক্ষের অভিভাবকেকে আটক করে ইউএনও’র কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে ইউএনও নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলের বাবা উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের শেখ মোজাকে ১০ হাজার এবং মেয়ের বাবা চরভদ্রাসন সদর ইউনিয়নের কে এম ডাঙ্গী গ্রামের শেখ সাত্তারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close