সাতক্ষীরা প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০১৮

কপোতাক্ষের বাঁধে ভাঙন

চাকলা গ্রাম ও শতাধিক মাছের ঘের প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের হাইল চরের কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙনে একটি গ্রাম ও অর্ধশতাধিক মাছের ঘের প্লাবিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে বাঁধটি ভেঙে চাকলা গ্রাম প্লাবিত হয়। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। পানি উন্নয়ন বোর্ডকে একাধিক বার জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। গভীর রাতে একশ হাত মত বাঁধ ভেঙে চাকলা গ্রাম প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক মাছের ঘের ভেসে গেছে। কিছু ঘরবাড়িও প্লাবিত হয়েছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কারের চেষ্টা করছে। দ্রুত সংস্কার করা না গেলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সরেজমিন দেখার পর বাঁধটি সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close