চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৮

সোনামসজিদে ৫ মাস ধরে বেতন পাননি আনসাররা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পর এবার কাস্টমস অফিস কর্তৃক পরিচালিত দশ আনসার সদস্য গত পাঁচ মাস থেকে বেতন না পাওয়ায় তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করছেন।

সোনামসজিদে দায়িত্বরত আনসার দলের পিসি নবিবুর রহমান জানান, গত জুলাই মাস থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত বেতন-ভাতাসহ গত ঈদুল আযহার ঈদ বোনাসও পাননি তারা। বেতন না পাওয়ায় দশ আনসার সদস্য তাদের পরিবার-পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। পাঁচ মাস থেকে বেতন ভাতা না পেলেও স্থানীয় কাস্টমস অফিস থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পিসি নবিবুর রহমান।

তবে এ সমস্যা সাময়িক দাবি করে কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, চলতি বাজেটে দায়িত্বরত আনসারদের জন্য বাজেট বরাদ্দ না আসায় এই সমস্যা দেখা দিয়েছে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সন্তোষ সরেন জানান, আনসারদের বেতনের বিষয়টি হিসাব বিভাগের তদন্ত শেষ হলেই এ সমস্যা কেটে যাবে। তারা (আনসার) বকেয়া বেতন-ভাতা পেয়ে যাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close