হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০১৮

হাইব্রিড জাতের পেঁপের কলমের জাত উদ্ভাবন

পটুয়াখালী সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ইউনিয়ন বাসীর জন্য অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. মো. হুমায়ুন কবির।

গত মঙ্গলবার বিকালে অ্যাম্বুলেন্স’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মো. তারিকুজ্জামান মনি, ইউএনও লতিফা জান্নাতী, সহকারী কমিশনার (ভূমি) সাবেকুন নাহার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির, ভাইস সোহানা হোসেন মিকি, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাড. মো. হুমায়ন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান বলেন, ‘স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্সটি আউলিয়াপুর ইউনিয়নে অপরিসীম ভূমিকা রাখবে। এটি বর্তমান সরকারের স্বাস্থ্যসেবায় একটি অনন্য অবদান।’

অ্যাম্বুলেন্সটি এলাকার লোকজনের জরুরি সময়ে নাম মাত্র ফি’তে রোগী বহন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close