সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

  ২১ জুন, ২০১৮

শাহজাদপুরে ২ দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা

‘পঙ্খিরাজ’ প্রথম ও ‘সূর্যলাল’ দ্বিতীয়

ঈদ পুনর্মিলনী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের চয়ড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। চয়ড়া সমাজ উন্নয়ন পরিষদ এর আয়োজন করে। গত সোমবার শুরু এ প্রতিযোগিতা গত মঙ্গলবার বিকেলে শেষ হয়। এ বছর পাবনার চাটমোহর উপজেলার সেতার আলীর ঘোড়া ‘পঙ্খিরাজ’ প্রথম এবং বগুড়ার মোজাফফর হোসেনের ঘোড়া ‘সূর্যলাল’ দ্বিতীয় হয়। অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানান হয়, প্রতিযোগিতায় সিরাজগঞ্জের শাহজাদপুর, রেশমবাড়ি, পোতাজিয়া, ভাইমারা, আঙ্গারু উল্লাপাড়া উপজেলা : পাবনার মোহনপুর, বেড়া, সাথিয়া চাটমোহর উপজেলা : বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ প্রায় ৬৫টি ঘোড়া অংশ গ্রহণ করে। প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি রঙ্গিন এলইডি টিভি ও দ্বিতীয় পুরষ্কার ২১ ইঞ্চি রঙ্গিন এলইডি টিভি প্রদান করা হয়। শুধু শাহজাদপুর নয়, প্রতিযোগিতা দেখতে আশপাশের কমপক্ষে ১০টি উপজেলার বিপুলসংখ্যক দর্শক প্রতিযোগিতা মাঠে উপস্থিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist