চট্টগ্রাম ব্যুরো

  ১১ জুন, ২০১৮

প্রসাধনে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ

‘ম্যাক’ ও ‘রেভলন’ নামের স্বনামধন্য ব্র্যান্ডের কসমেটিক পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বেশ চড়া। সেই পণ্য বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। পণ্যের গায়ে নেই কোনো উৎপাদনের তারিখ, নেই মেয়াদোত্তীর্ণের তারিখও। এমনই চিত্র দেখা গেল চট্টগ্রাম নগরের লাকি প্লাজার বিভিন্ন কসমেটিকসের দোকানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। গতকাল রোববার এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন ও নওশের ইবনে হালিম। অভিযানে দুইটি দোকানের মালিককে পৃথকভাবে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বলেন, ধারণা করা হচ্ছে বিদেশি নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের নকল করে এই পণ্য বাজারে ছাড়া হয়েছে। এই কারণে কোনো মেয়াদ উল্লেখ নেই। সত্যিকারের বাজারমূল্যের চেয়ে পণ্যগুলোর মূল্য অস্বাভাবিক কমও। এছাড়াও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কসমেটিক জব্দ করা হয় ও ধ্বংস করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist