রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০১৮

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশ

রূপগঞ্জে অবৈধ দখলে থাকা ৭ বিঘা সরকারি জমি উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মেরিন সিটি নামের একটি আবাসন প্রকল্পের অবৈধ দখলে থাকা সাত বিঘা সরকারি জমি উদ্ধার হয়েছে। প্রতিদিনের সংবাদে খবর প্রকাশের পর গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও আবুল ফাতে জানান, সরকারি ভাগ্যবতি খাল, সরকারি জমি, স্থানীয় কৃষকদের জমি না কিনে জবরদখল ও কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাটসহ নানা অভিযোগ পাওয়া যায় মেরিন সিটির বিরুদ্ধে। এছাড়া এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে স্থানীয় লোকজন ও কৃষকরা অভিযোগ করেন। যা নিয়ে প্রতিদিনের সংবাদে খবর প্রকাশিত হয়। পরে আমরা সরেজমিনে গিয়ে কোন জবরদখলের বিষয়টি সত্যতা পাই। এরপর কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধসহ সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ভুক্তভোগী কৃষকদের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়। তিনি অরো জানান, গত ৩ এপ্রিল সরেজমিনে গিয়ে অবৈধ বালু ভরাট বন্ধসহ সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়। ওই সময় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামানকে সরকারি জমি উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করার নির্দেশ দেয়া হয়। ১৮ দিন পর গতকাল মেরিন সিটির অবৈধভাবে জবরদখল করা ৭ বিঘা উদ্ধার করেছে প্রশাসন। উপজেরা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, প্রায় ৭ বিঘা জমিই ‘ক’ তপসিলভুক্ত। সরকারি এ সম্পত্তি কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে মেরিন সিটি বালু ভরাট করছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist