মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০১৮

বাজারে উঠেছে শীতের টমেটো দামে হতাশ কৃষক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে উন্নত জাতের হাইব্রিড টমেটো। কিন্তু দাম নিয়ে শুরুতেই হোঁচট খেতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টমেটোর ভাল দাম না পেয়ে হতাশায় ভুগছেন তারা।

উপজেলার শাহজালালপুর গ্রামের টমেটো চাষী হানিফ মিয়া জানান, প্রতি বিঘা জমিতে ৪০ হাজার টাকা খরচ করে তিনি তিন বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। গত বৃহস্পতিবার তার জমি থেকে প্রথম দফায় ৫ মণ টমেটো উঠেছে। প্রতি মণ টমেটো বিক্রি করেছেন ২০০ টাকা দরে। পরবর্তীতে আরও বেশি পরিমাণে টমেটো উঠবে তার জমিতে। কিন্তু প্রথম দিকেই টমেটোর কাঙ্খিত দাম না পেয়ে হতাশ তিনি। মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে সরেজমিনে মণ প্রতি কাঁচা টমেটো ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের টমেটো চাষী ফরিদ মিয়া জানান, গত বছর এ সময় মণ প্রতি কাঁচা টমেটো ৯০০ থেকে এ হাজার টাকা দরে বিক্রি হয়েছিল। এ বছর মৌসুমের শুরুতেই মণ প্রতি কাঁচা টমেটো ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২৫০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের শীতকালীন টমেটো চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ২৩০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক বলেন, প্রতি বছর টমেটোর মৌসুমের মাঝামাঝিতে দাম কমে। কিন্তু এবার শুরু থেকেই দাম কম। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও হতাশ হওয়ার কিছু নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist