আদালত প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

দোকান বরাদ্দে অনিয়ম

খোকাসহ সাতজনের বিচার শুরু

ঢাকা সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণিবিতান ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ মামলায় অভিযোগ গঠন করে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন রাখেন। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা সিটি করপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, ফারুক হোসেন, বাচ্চু মিয়া, কানুনগো মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।

আদালতের পেশকার মোকারম হোসেন প্রতিদিনের সংবাদকে জানিয়েছেন, সাদেক হোসেন খোকা এবং সাহাবদ্দিন সাবু পলাতক রয়েছেন। জামিনে থাকা আসামি মোতালেব এবং ফারুক গতকাল রোববার আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করেন বিচারক। এদিন আদালতে হাজির ছিলেন দুজন আসামি। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০১৪ সালের ২৪ আগস্ট এ মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা ‘ব্যক্তিগত স্বার্থে’ নিয়মবহির্ভূতভাবে সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণিবিতান ঢাকা ট্রেড সেন্টারের সামনের খোলা জায়গা মাসে ১৫ টাকা প্রতি স্কয়ার ফুট হারে বরাদ্দ দিয়েছেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আ. সালাম। সাদেক হোসেন খোকা ২০০২ সালের এপ্রিল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। কয়েকটি মামলা মাথায় নিয়ে ২০১৪ সাল থেকে নিউইয়র্কে রয়েছেন সাদেক হোসেন খোকা। সেখানে তার ক্যানসারের চিকিৎসা চলছে বলে বিএনপি নেতাদের ভাষ্য। ২০১৫ সালের ২০ অক্টোবর খোকার অনুপস্থিতিতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে ১৩ বছরের কারাদ-ের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist