নিজস্ব প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৭

বেতন না পেয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-বোনাস না পেয়ে রাজধানীর কল্যাণপুরে খাঁজা মার্কেটের বন্ড অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর থেকে সড়ক অবরোধ করার ফলে ঈদে ঘরমুখো যাত্রীরা আটকা পড়েন। ঘটনার পর পরই মিরপুর থানা পুলিশের একটি টিম অবরোধ করা শ্রমিকদের সেখান থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন। পরে তারা বেতন-বোনোসরে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।

পোশাকশ্রমিকরা জানান, গত এপ্রিল, মে ও বর্তমান মাসের (জুন) বেতন এবং ঈদ বোনাস দেওয়া হয়নি। আজ (শনিবার) এক মাসের বেতনসহ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে মালিকপক্ষের কোনো লোককে না পেয়ে বেলা ১টা থেকে সড়ক অবরোধ করেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist