জাবি প্রতনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

জাবিতে আইআর বিভাগের পুনর্মিলনী

‘প্রাণের মাঝে আয়’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এলামনাই অ্যাসোসিয়েশন অব আইআর-জাবি উক্ত বিভাগের নতুন-পুরোনো শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করে। বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আবুল হোসেন নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন।

এ সময় পুনর্মিলনীর আহ্বায়ক ও বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফীসহ বিভাগের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী শেষে একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনব্যাপী পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় উন্মুক্ত আড্ডা, সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা ও স্মৃতিচারণ, গুণিজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist