reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২২

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা সম্পন্ন

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা (দশম গ্রেড) পদের লিখিত পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ৬৪৯০ জন (শতকরা উপস্থিত ৯৬ দশমিক ৭০ ভাগ)। এ পরীক্ষায় দুজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েন। তারা হলেন রাশেদ আহম্মেদ ও মো. রাকিব মোল্লা। উভয় প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুয়া প্রার্থী ধরা পড়লে বাংলাদেশ সরকারি কর্মকমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close