reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০২২

গাজীপুর জেল সুপারকে জরিমানা

তথ্য কমিশনের আবেদনকারীর যাচিত তথ্য সরবরাহের নির্দেশ সত্ত্বেও ইচ্ছাকৃত তথ্য সরবরাহ না করে তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করায় গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দকে গতকাল দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

দরপত্রের তুলনামূলক বিবরণী (সিএস কপি) এবং দরপত্র মূল্যায়ন কার্যবিবরণীর (মিনিট কপি) অনুলিপি চেয়ে জেল সুপার, গাজীপুর জেলা কারাগার, গাজীপুর বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন মৌলভীবাজারের ঠিকাদার মোহাম্মদ শাহজাহান। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে অভিযোগকারী ডিআইজি, প্রিজন, ঢাকা বরাবর আপিল আবেদন করেন। আপিল করেও তথ্য না পেয়ে পরে তথ্য কমিশনে অভিযোগ করেন। তথ্য কমিশনে ওই অভিযোগের বিষয়ে ২ মার্চ ভার্চুয়াল শুনানি হয়। শুনানি করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এবং তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close