ঢাবি প্রতিনিধি

  ১০ মে, ২০২২

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্যসচিব মো. আমান উল্লাহ আমানের নেতৃত্বে মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে কলাভবন হয়ে টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ‘বর্তমান সরকার অবৈধ, অগণতান্ত্রিক ও জনগণের পকেট কাটা সরকার। বিনা ভোটের সরকার হওয়ার ফলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা সিন্ডিকেট করে একের পর এক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। জুলুম করে এই সরকার টিকে আছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close