reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০২১

জলসিঁড়ি আবাসন এলাকায় বৃক্ষরোপণ করলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। কর্মসূচিতে অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সদস্যরা।

অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। সেইসঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮ হাজার বৃক্ষরোপণ করা হবে। এরই মধ্যে ৭ হাজার চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরো ৭ হাজার চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে ৪ হাজার চারা রোপণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close