নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবনের আটতলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। রবিবার রাত সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন ভবনে এ ঘটনা ঘটে।

ভবনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ আলী জানান, আট তলার গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে মেরামত করে। একপর্যায়ে দুই নিরাপত্তারক্ষী নিচে নেমে যান। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। পরে দুজন সিগারেট হাতে ওপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ভবনের ছাদের একটি কক্ষে গ্যাসের সংযোগ ছিল। কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রান্না করা হতো। কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস বের হয়ে কক্ষে জমে যায়।

তিনি আরো বলেন, কক্ষে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দাহ্য কিছু জ্বালানোর কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close