reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০২১

বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি

কৃষি গবেষণার ফল উপস্থাপন

বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমি আয়োজিত ‘অ্যাকাডেমি বক্তৃতায়’ অ্যাকাডেমির ফেলো এবং শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান গতকাল সোমবার ভিডিও কনফারেন্সে কৃষিতত্ত্ব বিজ্ঞান বিষয়ের ওপর বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জহুরুল করিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমির সেক্রেটারি অধ্যাপক ড. হাসিনা খান। কৃষি উৎপাদনে ফসলের ওপর অজৈব চাপ সহ্যশক্তি বাড়ানোর উপায় বৃদ্ধির ওপর ড. হাসানুজ্জামান বক্তৃতা করেন।

জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বজায় রাখার অন্যতম উপায় হিসেবে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে প্রফেসর ড. হাসানুজ্জামান গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাকাডেমির ফেলো, অ্যাসোসিয়েট ফেলো, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও ছাত্ররা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close