চট্টগ্রাম ব্যুরো

  ০৫ মার্চ, ২০২১

চট্টগ্রামে জেল সুপারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপম কান্তি নাথ নামের এক বন্দিকে নির্যাতনের অভিযোগে জেল সুপার, জেলারসহ চারজনের বিরুদ্ধে মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান আদালত মামলায় এ আদেশ দেয়। বৈদ্যুতিক শক এবং বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, জেলহাজতে আদালত রূপম কান্তির নাথের স্ত্রীর জবানবন্দি গ্রহণ করে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ প্রদান করে। তিনি আরো জানান, হাজতবাস ও শারীরিক অসুস্থতার কারণে গত বুধবার জামিন মঞ্জুর করার পরও যথাসময়ে জামিননামা দাখিল না করায় গতকাল রূপম কান্তি নাথের জামিন বাতিল করা হয়েছে। মামলায় সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় আরো বেশ কয়েকজনকে নাম না জানা আসামি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close