reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৮ দাবিতে বিক্ষোভ

বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘রোডম্যাপ’ ঘোষণাসহ আট দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যারটিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, অ্যাসাইনমেন্টের নামে বিভিন্ন স্কুলে আদায় করা ফি ফেরত দেওয়া এবং নামে-বেনামে ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে তাদের। সমাবেশে সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহসহ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা মহানগর সংসদের সহসভাপতি প্রীতম ফকির, মানিকগঞ্জের সহকারী সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, গাজীপুরের সাধারণ সজীব সরদার কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close