নিজস্ব প্রতিবেদক

  ২৩ মার্চ, ২০২০

রাস্তায় জীবাণুনাশক ছিটাল ডিএনসিসি

করোনা মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ওয়াটার ব্রাউজার দিয়ে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার পাঁচটি ওয়াটার ব্রাউজার দিয়ে জীবাণুনাশক ছিটানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। ভাইরাস সংক্রমণ রোধে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনেসহ বিভিন্ন উন্মুক্ত এলাকায় এই জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

জানা যায়, প্রতিটি ওয়াটার ব্রাউজারের ধারণক্ষমতা ১ হাজার লিটার। প্রতিদিন ১৬ বার করে প্রতিটি ওয়াটার ব্রাউজারের সাহায্যে ডিএনসিসির বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ফলে পাঁচটি ওয়াটার বাউজারের সাহায্যে প্রতিদিন মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ঢাকা উত্তরের প্রধান সড়ক, উন্মুক্ত এলাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যেও তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close