reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস মূলত গোয়েন্দা লেখক। তিনি অ্যাভেঞ্চার উপন্যাসেও বিশেষ পারঙ্গম। চাকরির সুবাদে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে গিয়ে জোগাড় করেছেন গোয়েন্দা ও রহস্য উপন্যাসের বিপুল রসদ। তার শব্দচয়নে মুন্সীয়ানা খুব সহজেই পাঠকের মনোযোগ আকর্ষণ করে। তিনি দীর্ঘ কুড়ি বছর ধরে লিখছেন। ফলে তার স্বতন্ত্র ডিকশন বা লিখনশৈলী তৈরি হয়েছে, যা কিনা পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত। এবারের বইমেলায় অরুণ কুমার বিশ^াসের পাঠকপ্রিয় বই ‘চিলিংহাম দুর্গে আতঙ্ক’ এবং ‘গুবলু গোয়েন্দা বিপদে’ প্রকাশিত হয়েছে পাঞ্জেরী পাবলিকেশনন্স থেকে।

গোয়েন্দা উপন্যাস ‘অনল মিত্রের অপমৃত্যু’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ‘তদন্তে ভুল ছিল’ এসেছে কলি প্রকাশনী থেকে। ‘ফেরিবোটে ফেরেববাজ’ প্রকাশ করেছে বাংলাপ্রকাশ। বাবুই থেকে এসেছে ‘সিধুমামার সিন্দুক রহস্য’ অনিন্দ্যপ্রকাশ থেকে ‘জোহানেসবার্গে জিঘাংসা’। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close