শাবিপ্রবি প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২০

শাবিপ্রবি উপাচার্যের দুর্নীতির বেনামি শ্বেতপত্র, আটক ৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ‘দুর্নীতির’ নানা অনিয়ম ও অভিযোগসংবলিত বেনামি শ্বেতপত্রের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ শ্বেতপত্র বিতরণকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন সিলেট শহরের গোয়াইটুলা এলাকার মো. কছির উদ্দিনের ছেলে মো. শামীম উদ্দীন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাষণ গ্রামের বিরেন্দ্র কুমার চক্রবর্তীর ছেলে বিভাষ চক্রবর্তী এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারের মৃত দীনেশ দাশের ছেলে প্রান্ত দাশ।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন থেকে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা নিজেদের কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে পরিচয় দিলেও উপযুক্ত প্রমাণাদি দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close