গাজীপুর প্রতিনিধি

  ২৬ ডিসেম্বর, ২০১৯

গাজীপুর নগরের ইমামরা বছরে পাবেন ১৪ হাজার টাকা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, নগরে সব মসজিদ মাদরাসার ইমাম-খতিবকে বছরে ১৪ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় দুই বিঘা জমির ওপর একটি কোরআন গবেষণাগার গড়ে তোলা হবে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইমাম-খতিব ও ওলামা মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। মেয়র আরো বলেন, সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে একটি করে কবরস্থান, মসজিদ, মাদরাসা নির্মাণ করে দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহিব খান, দারুল উলুম হাড়িনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম নোমানী, পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজিবুর রহমান মাহমুদী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close