ময়মনসিংহ প্রতিনিধি

  ২৯ মে, ২০১৯

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে ৯ বছর আগের একটি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদ- ও চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দ-িত হাবিবুর রহমান নগরীর আকুয়া মহল্লার কামাল মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন মো. জীবন, স্বপ্না বেগম, মো. সাব্বির ও শরীফ হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুবোধ চন্দ্র সরকার জানান, এর মধ্যে জীবন পলাতক রয়েছেন। আর মো. সারোয়ার নামে আরেক আসামি বিচার চালাকালীন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণ বলা হয়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি নগরীর ছয়ত্রিশ বাড়ি কলোনির আবদুল খালেকের ছেলে মো. পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। পর দিন নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২২ জুন সব আসামির নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close