reporterঅনলাইন ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

কোস্টগার্ডের প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। ১০ ফেব্রুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন।

তার চাকরি জীবন সমুদ্রের বিশাল অভিজ্ঞতা এবং দেশে ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড, স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে স্টাফ কোর্স এবং ওয়ার কোর্স সম্পন্ন করেছেন। তিনি ভারতের দিল্লিতে জাতীয় প্রতিরক্ষা কলেজের সাবেক ছাত্র। এছাড়াও তিনি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের শীর্ষস্থানীয় পাবলিক সেক্টর ট্রেনিং ইনস্টিটিউট থেকে সিনিয়র স্টাফ কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে প্রেষণে বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক ২০১৬ সালে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close