খুলনা প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৯

ভূমি দখলকারীদের প্রতিহত করতে মেয়রের নির্দেশ

কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কেউ ভূমি দখলের চেষ্টা করলে তা কঠোর হাতে প্রতিহত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।

সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, উন্নয়ন সমন্বয় সভায় বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের পাশাপাশি তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেবল উন্নয়ন কাজ করলেই হবে না, সেগুলো যেন টেকসই হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্যদের নিয়মিত মনিটরিং করতে হবে।

খুলনাকে জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে মেয়র বলেন, খুলনা শহরের পানি অপসারণের জন্য ময়ূর নদীসহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ করে পুনর্খননের উদ্যোগ গ্রহণ করা হবে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close