সংসদ প্রতিবেদক

  ২২ জুন, ২০১৮

সংসদে বস্ত্র বিলের খসড়া নিয়ে আলোচনা

রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রেখে প্রস্তাবিত বস্ত্র বিলে রাখা বিধানে সম্মতি দিয়েছে সংসদীয় কমিটি। তবে বিলটি এখনই চূড়ান্ত করার পক্ষে নন কমিটির সদস্যরা। বিলে রাখা ২৪টি ধারা ও ৬০টি উপধারা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। অনেকে আবার বিলটির বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মতামত নেওয়ার কথাও বলেছেন।

জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন কমিটির সদস্যরা। পরে আাগামী বৈঠকে স্টেক হোল্ডারদের উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়ে বৈঠক শেষ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, ডা. মো. এনামুর রহমান ও সাবিনা আক্তার তুহিন অংশ নেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিটিএমসি ও তাঁত বোর্ডের চেয়ারম্যানগণ, পাট অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist