reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উন্নয়ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। উন্নয়ন কর্মকান্ডের মধ্যে রয়েছে ১৪ তলা বিশিষ্ট ডরমিটরি ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য ১০ তলা বিশিষ্ট দুটি ভবন, ৭ তলা বিশিষ্ট আইসিটি ভবন ও ৬ তলা বিশিষ্ট সিনেট ভবন নির্মাণ। গতকাল মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে উন্নয়নের কার্যাদেশ মজিদ এন্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধিদের প্রদান করা হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘উল্লেখিত স্থাপনাসমূহ নির্মিত হলে দীর্ঘদিনের অবকাঠামোগত শূন্যতার অবসান ঘটবে এবং জাতীয় বিশ^বিদ্যালয় অবকাঠামোগত সুযোগ-সুবিধার দিক দিয়ে পূর্ণতা লাভ করবে। ফলে বিশ^বিদ্যালয় পরিচালন ও একাডেমিক কার্যক্রমের ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে।

৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ^বিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ সকল স্থাপনা এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এসবের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমানসহ, ডিন, রেজিস্ট্রার বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist