নিজস্ব প্রতিবেদক

  ১৭ মার্চ, ২০১৮

ঢাকার পাশের চার নদী রক্ষার দাবি

রাজধানী ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীকে রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন মঞ্চ ও নোঙরসহ মোট ১২টি সংগঠন। রাজধানী ঢাকাকে বাঁচাতে এই দাবি জানায় সংগঠনগুলো। এই দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেল আভিমুখে ‘ঢাকার নদী ঢাকার প্রাণ, ঢাকা বাঁচাতে নদী বাঁচান’ সেøাগানে নদীর জন্য পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচির আয়োজন করে সংগঠনগুলো। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর সহসম্পাদক মো. সেলিম, নোঙর-এর সভাপতি সুমন শামস, সচেতন নগরবাসী সংগঠনের সভাপতি রোস্তম খান, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি উম্মে সালমা, কবি বাঙ্গাল আবু সাঈদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আলাল, গ্রিন মাইন্ড সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, স্বচ্ছ ফাউন্ডেশনের মহাসচিব আশরাফুল আলম, সোস্যাল লিংক ফর হিউম্যান রাইটসের সভাপতি সিরাজুল ইসলাম, আইনজীবী আজাদী আকাশ, অদম্য ফাউন্ডেশনের সভাপতি আইরিন আক্তার, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মো. শাহিন, জন অধিকার ফাউন্ডেশনের জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, ইলিয়াস আহম্মেদ, আব্দুল্লাহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist