নিজস্ব প্রতিবেদক

  ০২ জানুয়ারি, ২০১৮

কারওয়ান বাজারে রেললাইন বস্তিতে পুড়ল ১০০ ঘর

ঢাকার কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে কমপক্ষে ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস জানায়, কেউ হতাহত হননি। রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা। গতকাল সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কয়েক মিনিট আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকা-ে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কমপক্ষে ১০০ ঝুপড়ি ঘর পুড়ে গেছে। দুপুর ১২টার দিকে কয়েকজনের সঙ্গে রান্নার কাজ করছিলেন বস্তির বাসিন্দা আকমা। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তিনি তাড়াতাড়ি রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে আনেন। দ্রুত ধোঁয়া উঠতে থাকে।

কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা বেরিয়ে আসেন।

বস্তিতে থাকা লোকজনের বেশির ভাগই কারওয়ান বাজারে মাছের আড়তে কাজ করে বলে জানান স্থানীয় লোকজন। সেখানে বেশ কয়টি ফ্রিজ ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist