reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৪

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে নারীর গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচন’ প্রকল্পের আওতায় ১১তম ব্যাচের ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও নিয়োগপত্র প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিটাক কার্যালয়ে বিটাক মহাপরিচালক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক। বিশেষ অতিথি ছিলেন বিটাক পরিচালক মো. জিয়াউল হক এবং প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী। শামীমুল হক সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের প্রাণ-আরএফএল গ্রুপ ও ডাচ্-বাংলা প্যাক লিমিটেডে চাকরি দেওয়ায় কোম্পানি দুটিকে আন্তরিক ধন্যবাদ জানান। এ প্রশিক্ষণে ২৬২ প্রশিক্ষণার্থী অংশ নেন। ২৫০ জনকে প্রাণ-আরএফএল গ্রুপ ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে চাকরির সুযোগ দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close